এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোএসডি কার্ড নিয়ে এসেছে মাইক্রন। আই৪০০ নামে কার্ডটির স্টোরেজ ১.৫ টেরাবাইট।
মাইক্রনের দাবি ১.৫ টেরাবাইটের এ মাইক্রোএসডি কার্ডটিতে ১২০ দিন বা চার মাসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা যাবে। সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ রয়েছে এমন স্থান, যেমন প্রত্যন্ত অঞ্চল কিংবা কার্গো জাহাজে স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে আই৪০০ কার্ডটি।
শুধু চার মাসের ভিডিও সঞ্চয়ই নয়, বরং প্রতিদিন ২৪ ঘণ্টা করে টানা পাঁচ বছর রেকর্ডিং করে যেতে পারবে স্টোরেজ ডিভাইসটি। অবশ্য স্টোরেজ পূর্ণ হয়ে গেলে ডাটা অন্য জায়গায় সরিয়ে নিতে হবে।
মাইক্রন আরো জানায়, কার্ডটি সর্বোচ্চ ২০ লাখ ঘণ্টা সেবা দিতে পারবে।