গ্রাহকসংখ্যা বাড়াচ্ছে টিকটক এর। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে মোট ৮.৮৬ কোটি নতুন গ্রাহক ভারতে টিকটক ব্যবহার শুরু করেছেন। সম্প্রতি এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
২০১৮ সালের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে ৮.১ বেশি গ্রাহক টিকটক ব্যবহার শুরু করেছেন। সম্প্রতি মোবাইল অ্যাপ ইন্টিলিজেন্স ফার্ম সেন্সার টাওয়ার এই তথ্য প্রকাশ করেছে।
সম্প্রতি শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ উঠেছিল টিকটক এর বিরুদ্ধে। এর ফলে শিশু ও কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল।
এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেআইনি ভাবে সংগ্রহ করার অভিযোগ উঠেছিল এই অ্যাপ এর বিরুদ্ধে। এর পরেও ভারতে ক্রমাগত সাফল্যের মুখ দেখেছে চিনের এই কোম্পানিটি।