বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক একটি আলোচিত নাম। টিকটকের নাম শোনেননি এমন লোকের সংখ্যা খুবই কম। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম সামাজিক এই যোগাযোগ মাধ্যম। জনপ্রিয়তায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও লাইকিকেও ছাড়িয়ে যাচ্ছে টিকটক।
যে কেউ বেশ সহজেই এই প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে তা শেয়ার করতে পারে। অভিনয়, গান, কৌতুক, ফিটনেস, ভ্রমণ, কারিগরি দক্ষতা, স্বাস্থ্য, কবিতা, মোটিভেশন ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকেন এর ব্যবহারকারীরা। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় কমিউনিটি গাইডলাইন বেশ কঠোরভাবে মেনে চলছে টিকটক। যেসব ব্যবহারকারী গাইডলাইন মেনে চলছেন না, তাদের ভিডিও সরিয়ে ফেলা হচ্ছে।
কমিউনিটি গাইডলাইনের এমন কড়াকড়িতে বাংলাদেশি ব্যবহারকারীদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে এসব ভিডিও সরানো হয়। সম্প্রতি প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
এ সময় বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৫১৬টি ভিডিও সরানো হয়েছে।
টিকটক বলছে, কমিউনিটি গাইডলাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা বিনোদনের সুযোগ পায়। তবে তা অব্শ্যই নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে হতে হবে।