স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পর এবার চীনা জায়ান্ট হুয়াওয়ে স্মার্টগাড়ি নিয়ে হাজির হচ্ছে বলে শোনা যাচ্ছে।
ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ফাইভজি নেটওয়ার্ক নিয়ে অনেক কাজ করছে।
শোনা গেছে, সামনে অনুষ্ঠিতব্য সাংহাই অটোমোবাইল শোতে হুয়াওয়ে নিজেদের প্রথম স্মার্টগাড়ি নিয়ে হাজির হচ্ছে। চীনের আরেক প্রতিষ্ঠান ডংফেংয়ের সঙ্গে হুয়াওয়ে কাজও শুরু করেছে।
জানা গেছে, গাড়িটিতে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে তথ্য ব্যবস্থাপনা, গাড়ি ব্যবস্থাপনা, ট্রাফিক শিডিউল ও ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের মতো আধুনিক সব প্রযুক্তি ও ব্যবহার করা হবে।
ডংফেংয়ের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে হুয়াওয়ের। এই শো চলতি মাসের শেষ দিকেই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।