হুয়াওয়ের অপারেটিং সিস্টেমের সর্বাধুনিক সংস্করণ হারমনিওএস ৩ শিগগিরই উন্মুক্ত হতে যাচ্ছে। ২৭ জুলাই উন্মোচনের আগে শেয়ার করা এক ভিডিওতে অপারেটিং সিস্টেমটির নতুন ইন্টারফেস ও ফিচার শেয়ার করা হয়েছে।
হুয়াওয়ে টেকনোলজিসের ভোক্তা ব্যবসা শাখার সিইও রিচার্ড ইয়ু বলেন, হারমনিওএসের সর্বাধুনিক ভার্সনটি ইউনিভার্সাল কার্ড ও স্মার্ট ফোল্ডারের মতো অনন্য ফিচারগুলো যে শুধু ধরে রেখেছে তা-ই নয় বরং তাকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে।
হুয়াওয়ের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, হারমনিওএসে অনেক কাস্টমাইজেশন আনা হয়েছে এবং এর পারফরম্যান্স উন্নত করা হয়েছে।
২৭ জুলাই হারমনিওএস ৩-এর পাশাপাশি উন্মোচিত হবে হুয়াওয়ে ম্যাটপ্যাড, ম্যাটবুক, স্মার্টস্ক্রিন ও প্রিন্টারের মতো ডিভাইস।
চলতি মাসের শুরুতে পি৫০ সিরিজ, ম্যাট ৪০ সিরিজ ও ম্যাটপ্যাড প্রো সিরিজে হারমনিওএস ৩-এর বেটা ভার্সন ব্যবহূত হয়েছিল।