স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচনের বেশ আগেই অ্যাপল এমন একটি ডিভাইস বানিয়েছিল, যেটিকে আইফোনের পথিকৃৎ বলা চলে। কিন্তু ডিভাইসটি কখনই জনসমক্ষে আসেনি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ওই ডিভাইস সম্পর্কে জানা গেছে। খবর বিজনেস ইনসাইডার।
২০০৭ সালে অ্যাপলের তত্কালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ জবস প্রথম আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দেন। এর মাধ্যমে আইপড, ফোন এবং একই সঙ্গে ইন্টারনেটে যোগাযোগের একটি ডিভাইস প্রথম বিশ্ববাসীর সামনে হাজির করেন তিনি।
তবে আইফোন ওএস ১.০ নামের ওই স্মার্টফোন বাজারে ছাড়ার আগে অ্যাপল যে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল এবং কম্পিউটার ও ফোনের সঙ্গে সমন্বয়ের একটি চেষ্টা করছিল, তা অনেকেরই অজানা। সম্প্রতি অ্যাপলের ১৯৯৩ সালে নির্মিত সেই তথাকথিত সেলফোনের একটি ভিডিও প্রকাশ হয়েছে।
৯ এপ্রিল ভিডিওটি প্রথম প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক বিখ্যাত ব্লগার সনি ডিকসন। ভিডিওতে অ্যাপলের যে ডিভাইস দেখানো হয়েছে, সেটিকে বলা হচ্ছে উইজি অ্যাকটিভ লাইফস্টাইল টেলিফোন (ডব্লিউএএলটি), সংক্ষেপে ওয়াল্ট। অ্যাপলের অনেক কম পরিচিত ডিভাইসের অন্যতম একটি এই ওয়াল্ট কখনই বাজারে ছাড়া হয়নি। তবে ২০১২ যুক্তরাষ্ট্রের ই-কমার্স সাইট ইবে-তে ৮ হাজার ডলারে এর প্রোটোটাইপ পাওয়া যাচ্ছিল।
ওয়াল্ট মোটেই আইফোনের মতো না হলেও এখানে এমন কিছু ফিচার ছিল, যা আধুনিক স্মার্টফোনসহ অন্যান্য অনেক মোবাইলে জনপ্রিয় হয়েছে। এর টাচ স্ক্রিন ছিল। এতে ছিল অ্যাড্রেস বুক, ফোনবুক, ফ্যাক্স সিস্টেম এবং ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কীভাবে ওয়াল্ট ব্যবহার করতে হয়, এটি দিয়ে কীভাবে ফ্যাক্স পাঠাতে হয় এবং কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। এ ডিভাইসে অ্যাপলের ম্যাক সিস্টেম ৬ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল।