সপ্তাহের শুরুতেই দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অপো। রেনো ও রেনো ১০এক্স জুম নামের দুটি ফোনেই রয়েছে অ্যামোলেড ডিসেপ্লে। ডিভাইসের ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস। নতুন রেনো সিরিজসহ বাজারে মোট তিনটি সিরিজের স্মার্টফোন নিয়ে এল চীনভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে এর মধ্যে অপো আর সিরিজে যবনিকা টানবে বলে জানা গেছে।
নতুন উন্মোচিত অপো রেনোর অ্যামোলেড ডিসপ্লের আকার ৬ দশমিক ৪ ইঞ্চি। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
অপো রেনো ১০এক্স জুম এডিশনের ডিভাইসের ডিসপ্লে রেনোর চেয়েও বড়। ৬ দশমিক ৬৫ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লের ডিভাইসটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর রয়েছে। ডিভাইসটির ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় আইএমএক্স৫৮৬ সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স।
সূত্র: এনডিটিভি