ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২২ ইভেন্টে একাধিক নতুন ডিভাইস উন্মোচন করেছে। যার মধ্যে রয়েছে একাধিক স্মার্টফোনসহ ট্যাবলেট, ইয়ারবাট এবং স্পিকার। ইভেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল নকিয়া নতুন এক্স৩০। দাবি করা হচ্ছে- এটি নকিয়ার সবচেয়ে ইকো-ফ্রেন্ডলি স্মার্টফোন।
নকিয়া এক্স৩০ ফাইভজি ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসরের চিপসেট রয়েছে ফোনটিতে। সর্বোচ্চ ৭০০ নিট পর্যন্ত ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুবিধা রয়েছে।
ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম ও ২৬৫ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগলের অ্যান্ড্রয়েড ১২।
ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ থাকছে নকিয়ার নতুন এই ফোনে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি আছে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া ফোনটিতে আইপি৬৭ জল-প্রতিরোধী ডিজাইন রয়েছে। নিরাপত্তার জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
৪২০০ এমএএইচ ব্যাটারির নকিয়া এক্স৩০ ফাইভজি ফোনটিতে আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ইউরোপের বাজারে ফোনটির দাম শুরু হয়েছে ৫২৯ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা।