ম্যাকবুক প্রো সিরিজের নতুন দুটি ল্যাপটপের চাহিদার বিষয়ে আশাবাদী হলেও বর্তমান পরিস্থিতিতে এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপের ক্রয়াদেশ ৩০ শতাংশ কমানোর কথা জানিয়েছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খবর গিজমোচায়না।
বাজার বিশ্লেষক মিং-চি কুর কাছ থেকে নতুন এ তথ্য পাওয়া গিয়েছে। তিনি জানান, চলতি বছর ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো মডেলের চাহিদার বিষয়টি ভুল ধারণা করা হয়েছে। যে কারণে প্রযুক্তি জায়ান্টটি সরবরাহকারীদের চিপের ক্রয়াদেশ ৩০ শতাংশ কমানোর বিষয়ে নোট পাঠিয়েছে। ২০২২ সালের ম্যাকবুক প্রো ল্যাপটপগুলো বাজারজাতের আগেই চাহিদায় এটি উল্লেখযোগ্য পতন।
কু আরো বলেন, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বাসা থেকে কাজ করার কথা জানানোর কারণে যে চাহিদা বেড়েছিল তা কমতে শুরু করেছে। ব্যাপক উৎপাদনের আগে অ্যাপল তাদের ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রোর বাজারজাত ২০-৩০ শতাংশ কমানোর পূর্বাভাস দিয়েছে, যা উচ্চমানের এবিএফ ও মিনি এলইডি খাতের ব্যবসায় বড় ধরনের অবকাঠামোগত ঝুঁকি তৈরি করবে।
১৪ ও ১৬ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো ডিভাইসগুলোয় প্রসেসর ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আনা হয়নি। পাশাপাশি সীমিতসংখ্যক আপডেটেড ফিচারের কারণেও ডিভাইসগুলোর চাহিদা কমে গিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সাধারণ অর্থে ম্যাকবুকের চাহিদার বিষয়ে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তা অনেকাংশেই কমে গিয়েছে। এটি যে শুধু প্রিমিয়াম সেগমেন্টের ম্যাকবুক প্রো মডেলেই সীমাবদ্ধ তা নয়। অন্যদিকে প্রযুক্তি জায়ান্টটি অক্টোবরের দিকে নতুন ল্যাপটপগুলো বাজারজাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উন্মোচনের সুনির্দিষ্ট সময়সীমা এখনো নিশ্চিত নয়।