চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো জনপ্রিয় এক্স সিরিজের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। ফোনটির মডেল ভিভো এক্স৮০ লাইট। ফোনটিতে সেলফিপ্রেমীদের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। ফোনের প্রধান আকর্ষণই হবে এই সেলফি ক্যামেরা। উইনফিউচার নামে এক সংস্থা ফোনটির কিছু তথ্য প্রকাশ করেছে।
এক রিপোর্টে তারা দাবি করেছে, ভিভো এক্স৮০ লাইট ফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। নিরাপত্তার জন্য ফোনটির ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। পাশাপাশি শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট থাকবে ফোনটিতে।
৮ জিবি র্যামের ফোনে থাকবে ২৬৫ জিবি স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে। ভিভোর নতুন ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ইউজার ইন্টারফেস থাকবে।
ফটোগ্রাফির জন্য ভিভো এক্স৮০ লাইট ফোনের রিয়ার প্যানেলে থাকবে এফ/১.৭৯ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য ডিসপ্লের ওপরের নচে এফ/২.০ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
৪৫০০ এমএএইচ ব্যাটারির ভিভোর নতুন এই ফোনে থাকবে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়াও, কানেক্টিভিটির জন্য এতে থাকবে ৫জি, ডুয়েল-সিম, এনএফসি, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি-সি পোর্ট।
ইউরোপের মার্কেটে ভিভো এক্স৮০ লাইট এর দাম পড়বে ৪৫০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা।