যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে সাময়িকভাবে পিছু হটার পরিকল্পনা করছে মার্কিন আইন বিভাগ। হুয়াওয়ে ২০১৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্টতার জন্য কালো অভিযুক্ত করেছিলেন। এর ফলে হুয়াওয়েকে যে কোনো আমেরিকান কোম্পানির সাথে ব্যবসা করা থেকে বিরত রাখা হয়েছিল।
ব্লুমবার্গের প্রকাশিত একটি প্ৰতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা শিথিল করে এবং তাদের সাথে আবার ব্যবসা করার পরিকল্পনা করছে।
তবে এ বিষয়ে হুয়াওয়ে কর্তৃপক্ষ এখনও কোনো বিবৃতি দেয়নি এবং কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সাইবার গুপ্তচরবৃত্তির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বাইরের ঝুঁকিপূর্ণ কোম্পানির তৈরি টেলিযোগাযোগ সরঞ্জাম ক্রয়, সংযোজন অথবা ব্যবহার নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশটিতে হুয়াওয়ের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও এ নির্বাহী আদেশের লক্ষ্য যে চীনা কোম্পানিটি, তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের এ আদেশবলে হুয়াওয়েকে কালোতালিকাভুক্ত করা হয়। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ক্রয় করাও হুয়াওয়ের জন্য অসম্ভব হয়ে উঠেছে। এ কালোতালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির সাথে ব্যবসা করতে পারবে না। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের যেসব গ্রাহক রয়েছে, তাদের সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।