এমপাওয়ার প্রোগ্রামের আওতায় বৈশ্বিক অংশীদারদের জন্য ৩০ কোটি ডলার বরাদ্দ করতে যাচ্ছে হুয়াওয়ে। পরবর্তী তিন বছরে অংশীদার ও সহযোগীদের জন্য এ অর্থ বরাদ্দ হবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত হুয়াওয়ে কানেক্টের দ্বিতীয় দিনে এ ঘোষণা দেয় চীনা প্রযুক্তি জায়ান্টটি।
গ্রাহকদের আরো উন্নত সেবা দেয়ার ক্ষেত্রে প্রোগ্রামটি হুয়াওয়ের সহযোগীদের তিন ধরনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে। যা হলো ডিজিটাল রূপান্তরে পরামর্শ ও পরিকল্পনা, প্রডাক্ট ও পোর্টফোলিও সংশ্লিষ্ট দক্ষতা এবং বিভিন্ন সলিউশনের উন্নয়ন। এ প্রোগ্রামে ‘ওপেনল্যাব’-এর মাধ্যমে সহযোগীদের সঙ্গে যৌথ উদ্ভাবনে যাবে হুয়াওয়ে, যা নতুন ফ্রেমওয়ার্ক, পরিকল্পনা ও সমন্বিত প্লাটফর্মের মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা করবে। এছাড়া হুয়াওয়ে আইসিটি একাডেমি ও হুয়াওয়ে অথরাইজড লার্নিং পার্টনার (এইচএএলপি) প্রোগ্রামের মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে সহায়তা করা হবে।
হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজির প্রেসিডেন্ট রায়ান ডিং ‘এমপাওয়ারিং ইন্ডাস্ট্রি, ক্রিয়েটিং ভ্যালু’ শীর্ষক মূল বক্তব্যে বলেন, ক্রমপরিবর্তনশীল বিশ্বে প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে সহায়তা করবে ডিজিটাল রূপান্তর। ব্যবহারোপযোগী প্রযুক্তিগত সহায়তা দিতে, ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে এবং ডিজিটাল সক্ষমতা ত্বরান্বিত করতে হুয়াওয় সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
ব্যাংককে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনটি হুয়াওয়ে কানেক্টের বিশ্বযাত্রার প্রথম পদক্ষেপ। হুয়াওয়ে কানেক্টের এ আয়োজনে থাকছে দুটি প্রধান সেশন, ছয়টি সামিট এবং অনেক আলোচনা সেশন ও ডেমো।