ফেসবুক-টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেই শাস্তি পেতে হবে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের। বুধবার দেশটির জনপ্রশাসন ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। দেশটির রয়েছে ১৫ লাখ সরকারি কর্মকর্তা। এতদিন তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষেধ ছিল, এবার নিষেধাজ্ঞা এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের ক্ষেত্রেও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করা অপরাধ। এখন থেকে কেউ যদি এমনটি করে থাকে, তাহলে সেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বেশ কয়েকজন শিক্ষার্থী খাবারের অভাবে স্কুলে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় স্কুলের শিক্ষক ও স্বাস্থ্য কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপরই সরকারি কর্মীদের ওপর নতুন নিয়ম চালু করা হলো।
চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। দেশটি ঋণের ভারে জর্জরিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করতে পারছে না। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য, জ্বালানি, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব এবং লোডশেডিং নাগরিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।