দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিক মানের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠান ফিফোটেক সিঙ্গাপুরের ‘অ্যাসোসিও আউটসোসিং টেক কোম্পানি অ্যাওয়ার্ড-২০২২’-এ মনোনীত হয়েছে। বিপিও সেক্টরে অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মানে ভূষিত করা হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
আগামী ২৮ অক্টোবর সিঙ্গাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোষা কনভেনশন সেন্টারে এই সম্মানজনক অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ফিফোটেকের কর্ণধার প্রকৌশলী তৌহিদ হোসেন।
ফিফোটেক- এর সিইও এবং বাক্ক্যর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন বলেন, আমার জন্য, ফিফোটেক পরিবারের জন্য এ অর্জন বিশাল।
তিনি বলেন, নমিনেশনের জন্য বাংলাদেশ থেকে আমাদের নাম প্রস্তাব করার বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার দাদাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আমি বিশেষভাবে বলতে চাই আবদুল্লাহ এইচ কাফী ভাইয়ের কথা যে মানুষটা সব সময় বট গাছের মত আমাকে আগলে রাখেন, ওনার দিক নির্দেশনা ছাড়া আমাদের এই অর্জন কখনোই সম্ভব ছিল না।
তিনি আরো বলেন ,এবারের অ্যাওয়ার্ড প্রেগ্রামে বাংলাদেশ থেকে বারডেম, ডিওআইসিটি, বিটিআরসি ও ফিফোটেক সহ সরকারি ও বেসরকারি এই ৪টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছে।
এশিয়ান-ওসেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হলো একটি আইসিটি ফেডারেশন, যা এশিয়া প্যাসিফিকজুড়ে ২৪টি অর্থনীতির প্রতিনিধিত্বকারী আইসিটি অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত। এই সংগঠনটি ১৯৮৪ সালে টোকিও, জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এশিয়া ও ওশেনিয়ায় সবচেয়ে সক্রিয় আন্তর্জাতিক আইসিটি ট্রেড অর্গানাইজেশন। এই্ সংগঠন দশ হাজারের বেশি আইসিটি কোম্পানিকে সংগঠিত করেছে। এবং এই অঞ্চলের প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার আইসিটি আয়ের প্রতিনিধিত্ব করে থাকে তারা।