অনলাইন জুয়া সংক্রান্ত ৩৩১ টি অনলাইন জুয়ার ওয়েব সাইট বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি আরও ৪৮টি অ্যাপস, ফেসবুক ও ইউটিউব লিঙ্কও বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, “ডিজিটাল নিরাপত্তা সেল” এর নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব সাইট বন্ধ করে দেয়া হয়।
১৫০টি গুগল অ্যাপসে আপত্তি বিটিআরসির
শুধু ওয়েবসাইট বন্ধ নয়, অনলাইন জুয়া সংক্রান্ত অ্যাপস বন্ধেও নেয়া হচ্ছে পদক্ষেপ। এরই অংশ হিসেবে গুগল প্লে-স্টোরে থাকা অনলাইন জুয়া সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপস্ বন্ধের জন্য রিপোর্ট করে বিটিআরসি।
বিটিআরসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি (গুগল) ইতোমধ্যে প্লে-স্টোর থেকে ১৪ টি অ্যাপস বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপস বন্ধ করার জন্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
ফেসবুক ও ইউটিউবের কাছে ৯৬টি লিঙ্কের বিরুদ্ধে অভিযোগ
ফেসবুক ও ইউটিবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবংঅনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ায় এই ধরণের ২৭ টি ফেসবুক লিংক এবং ৬৯ টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করা হলে উক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ১৭ টি ফেসবুক লিংক ও ১৭ টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে এবং অবশিষ্ট লিংকসমূহ বন্ধ করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।
অনলাইন জুয়া সংক্রান্ত সাইট সম্পর্কে জানতে চায় বিটিআরসি
অনলাইনে জুয়া বা বাজির ওয়েবসাইটে বিটিআরসির এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশের সকল নাগরিককেও অনলাইন জুয়া সংক্রান্ত সাইটের ইউআরএল (URL) উল্লেখপূর্বক তা ইমেইল বা লিখিত আকারে বিটিআরসিকে অবহিতকরণের জন্য অনুরোধ করা হলো।