মাইক্রোলেন্স ক্যামেরাসহ আরজিবিডব্লিউ প্রযুক্তিতে বাংলাদেশের বাজারে এসেছে অপোর নতুন ফোন। ফোনটির মডেল অপো এফ২১এস প্রো। ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার- অপো গ্লো প্রযুক্তির নান্দনিক নানা রঙের সংমিশ্রণ এস#৭৫, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস এবং দ্রুত চার্জিং সুবিধা।
অপোর নতুন এই ফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার এআই ক্যামেরা সেটআপ রয়েছে। এটি সেগমেন্টের প্রথম হ্যান্ডসেট যেখানে রয়েছে মাইক্রোলেন্স ক্যামেরা।
স্মার্টফোনটিতে অরবিট লাইট রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা লেন্সের চারপাশে থাকা রিং লাইটই অরবিট লাইট। ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর। এর ফলে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে।
পাশাপাশি স্মার্ট ডিভাইসটির ক্যামেরায় রয়েছে স্পেশালিস্ট ডেপথ ক্যামেরা, যা নিশ্চিত করবে ছবি তোলার অনন্য অভিজ্ঞতা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব আরজিবিডব্লিউ প্রযুক্তি, এর ফলে ৬০ শতাংশ বেশি আলো পাওয়া যাবে।
অপোর নতুন ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফাইভজি সমর্থিত এই ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম এডরেন ৬১০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২। ৮ জিবি র্যামের ফোনে থাকছে ১২৮ জিবি স্টোরেজ।
ডিভাইসটিতে শক্তিশালী ৪৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এতে থাকছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা, যে কারণে দ্রুত চার্জ হবে। মাত্র ৫ মিনিট চার্জে দুই ঘণ্টা ৬৮ মিনিট কথা বলা যাবে।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৯৯০ টাকা।