তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে প্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন “টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ” (টিএমজিবি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ আজ ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সভা কক্ষে সাক্ষাত করেন। এসময় তারা দেশের ৬৪টি জেলায় সাংবাদিকদের সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া টিএমজিবি আইসিটি বিভাগের সহযোগিতায় স্থায়ী নিজস্ব কার্যালয় স্থাপন, সেরা সাংবাদিকতার পুরস্কার প্রবর্তন, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে অন্তর্ভুক্তকরণ, আইসিটি বিভাগের বিভিন্ন সেমিনারে সাংবাদিক সংগঠন হিসেবে যুক্ত, স্মার্ট বাংলাদেশ বিষয়ে ৩-৬ মাসব্যাপী ক্যাম্পেইন আয়োজন এবং সম্পৃক্তকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের কার্যক্রমে যৌক্তিকভাবে সংগঠনকে অন্তভূর্ক্তকরণের প্রস্তাব করেন।
প্রতিমন্ত্রী তাদের যৌক্তিক প্রস্তাব সমূহ পূরণের সম্ভাব্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারন সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ কার্যনির্বাহী কমিটির অনন্যা সদস্যগণ ।