স্যামসাংয়ের ডিজিটাল ওয়ালেট পরিষেবা ও ডিজিটাল সার্টিফিকেট প্লাটফর্মটি দক্ষিণ কোরিয়ায় স্যামসাং পে নামে পরিচিত। পরিষেবাটি ক্রমেই আন্তর্জাতিক বাজারে বিস্তৃত হচ্ছে, যা চলতি বছরের শেষ নাগাদ আরো ১৩টি দেশে চালু করা হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরীয় এ টেক জায়ান্ট। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
যে দেশগুলোয় স্যামসাংয়ের এ ডিজিটাল ওয়ালেট পরিষেবা চালু হচ্ছে সেগুলো হচ্ছে বাহরাইন, ডেনমার্ক, ফিনল্যান্ড, কাজাখস্তান, কুয়েত, নরওয়ে, ওমান, কাতার, সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
গ্যালাক্সি ব্যবহারকারীরা স্যামসাং ওয়ালেটের দ্বারা ডিজিটাল কি, পেমেন্ট কার্ড, বোর্ডিং পাস, সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ও স্টুডেন্ট আইডির মতো শনাক্তকরণ কার্ডগুলো একটি একক মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। এর আগে ২০২২ সালের জুনে পরিষেবাটি চীন, জার্মানি, ফ্রান্স, ইতালি, কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।
স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল লাইফ টিমের প্রধান জেনি হ্যান এক বিবৃতিতে বলেন, আমরা স্যামসাং ওয়ালেট পরিষেবাটি প্রতিনিয়ত উন্নত করতে এবং ওয়ালেট ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে আমাদের বিশ্বস্ত অংশীদার এবং অ্যাপ ডেভেলপারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।
দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি ব্যবহারকারীরা ২০১৫ সাল থেকেই স্যামসাং পে ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
স্যামসাং ওয়ালেট একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে ডিজিটাল ও ফিজিক্যাল হ্যাকিংয়ের বিরুদ্ধে বেশ নিরাপদ এ পরিষেবা।