বাজারে কিছু রিমোট কন্ট্রোলার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে প্রায় সব গ্যাজেটই নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলোর সাধারণ নাম ইউনিভার্সাল রিমোট কন্ট্রোলার। ভাষা অনুবাদের বেলায় প্রায় একই কাজ করার দাবি করেছে মেটা।
এআইতে বিশাল বিনিয়োগ করা সামাজিক মাধ্যম জায়ান্ট কোম্পানিটি বলছে, তাদের তৈরি নতুন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সিস্টেম বিশ্বের তাবৎ ভাষা অনুবাদে সক্ষম। এমনকি, কোনো লিখিত রূপ নেই, কেবল মুখে মুখেই প্রচলন আছে এমন ভাষাও এই সিস্টেম অনুবাদে সক্ষম বলে দাবি করেছে মেটা।
নিজস্ব এক ব্লগ পোস্টে মেটা নতুন এআইয়ের ঘোষণা দিয়ে একে ‘লিখিত রূপ নেই’ এমন ভাষার জন্য বিশ্বের ‘প্রথম এআইনির্ভর অনুবাদ ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে।
এআই সিস্টেমটি ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
সিস্টেমটি এরইমধ্যে সফলভাবে তাইওয়ানের ‘হোক্কিয়েন’ ভাষা অনুবাদ করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। পুরো তাইওয়ান জুড়েই চল আছে মৌখিক ভাষাটির, কিন্তু এর নিজস্ব বর্ণমালা এমনকি কোনো লিখিত রূপ নেই।
নিজস্ব এআই প্রকল্প ‘ইউনিভার্সাল স্পিচ ট্রান্সলেটর (ইউএসটি)’ এর অংশ এই ভাষা অনুবাদক।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে মেটা এই অনুবাদককে মেটা এআইয়ের ইউএসটি প্রকল্পের জন্য ‘প্রথম মাইলফলক’ হিসাবে দাবি করেছে।
“যে কোনো ভাষার মৌখিক বচন থেকে তাৎক্ষণিকভাবে অনুবাদে সক্ষম এআই ব্যবস্থা নির্মাণে জোর দিচ্ছে এটি।”