বড় ডিসপ্লের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে ইনফিনিক্স। কমদামি ফোনটির মডেল ইনফিনিক্স হট প্লে। বর্তমানে ফোনটি চীনা বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশসহ বিশ্ব বাজারে কবে নাগাদ আসবে তা জানায়নি কোম্পানিটি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বিশ্ব বাজারে আসতে পারে।
ইনফিনিক্স হট প্লে ফোন রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। একবার চার্জে ফোনটি অনায়াসে দুদিন ব্যবহার করা যাবে। দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। অপারেটিং সিস্টেম গুগলের অ্যান্ড্রয়েড ১২।
ইনফিনিক্সের নতুন ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ১৬৪০ বাই ৭২০ পিক্সেলের এইচডি প্লাস রেজুলেশনের ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
মিডিয়াটেক হেলিং জি৩৭ চিপসেটের ফোনে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। স্টোরেজের বাড়ানোর জন্য ডিভাইসটিতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই লেন্স। পাশাপাশি রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনের শেলটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ডুয়াল স্পিকারের ফোনটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা। রেসিং ব্ল্যাক, লুনা ব্লু, অরোরা গ্রিন এবং ফ্যান্টাসি পার্পল চার রঙে ফোনটি কেনা যাবে।