চীনের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউও। যার মডেল আইকিউও নিও ৭। বাজারে আসতে না আসতেই বিক্রিতে রেকর্ড গড়েছে ফোনটি। বিক্রি শুরুর মাত্র এক মিনিটের মাথায় ৭৪ হাজার ডিভাইস বিক্রি হয়েছে বলে জানা গেছে।
চীনের সংবাদমাধ্যম গিজমোচীনা জানিয়েছে, গতকাল রোববার আইকিউও নিও ৭ ফোনের বিক্রি শুরু হয় চীনে। মাত্র এক মিনিটে ৭৪ হাজার ১০০ ডিভাইস বিক্রি হয়েছে। চীনা মুদ্রায় অর্থের পরিমাণ ২০০ মিলিয়ন ইউয়ান।
আইকিউও নিও ৭ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি স্যামসাং ই৬ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেড ১২০ হার্টজ। এতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।
ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
বলা হচ্ছে, এটি গেমারদের ফোন। কারণ এতে রয়েছে ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট। মিডিয়াটেক এই চিপসেট সাধারণত গেমিং ফোনে ব্যবহার করা হয়।
গুগলের অ্যান্ড্রয়েড ১৩ চালিত এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা।