আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে আগামী ১২ নভেম্বর দিনব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২২’ পালন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ”সাইবার অপরাধে তোমার জীবনকে ধ্বংস হতে দিও না”। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে বর্ণাঢ্য উদ্বোধন, সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, পণ্য পদর্শনী, গুগল হ্যাকিং কনটেষ্ট এবং সমাপনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক দল অংশ নিতে যাচ্ছে। দিনব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করছে বেসিস, আইএসএএস এবং সফটহাব বিডি।
আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, জনসংযোগ বিভাগের উর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে ট্রুসতাইরা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবু আইয়ুব আজাদ সাদী।
উল্লেখ্য যে, ইভেন্ট ওয়েবসাইট থেকে যে কেউ যেকোন ইভেন্টে নিবন্ধন করতে পারবে। অংগ্রহণকারী প্রত্যেকেই সনদ পাবে।