একটি ডিভাইস থেকে একাধিক ডিভাইসে ফাইল শেয়ারিংয়ে ব্যবহারকারীদের সুবিধা দিতে নতুন অ্যাপ চালু করেছে স্যামসাং। ড্রপশিপ নামে এটি পরিচিত। বর্তমানে ফাইল শেয়ারিংয়ের অন্যান্য অ্যাপের তুলনায় এটি একেবারেই ভিন্ন। ড্রপশিপ ব্যবহারের মাধ্যমে ৫ জিবি সাইজের ফাইলও পাঠানো যাবে।
এছাড়া অ্যাপটি একই সময়ে একাধিক ডিভাইসে ফাইল পাঠাতে পারবে। হোস্ট ডিভাইসে ফাইল আপলোড করার পর একটি কিউআর কোড তৈরি করা হয়। অন্য ডিভাইস থেকে সেটি স্ক্যান করলেই ফাইল রিসিভ করা যাবে।