রাজধানীর লালবাগ কেল্লায় টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ করা হয়েছে। ১৩ নভেম্বর, রোববার লালবাগ কেল্লার কর্তৃপক্ষ এ নিদের্শনা দিয়েছে।
লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান বলেন, টিকটকের জন্য ভিডিও তৈরি করে এমন দর্শনার্থীর সংখ্যা বর্তমানে বেশি দেখা যাচ্ছে কেল্লায়। তাদের অনেককে সাধারণ দর্শনার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এ কারণে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও করা নিষিদ্ধ ঘোষণা করেছি।
তিনি আরও বলেন, যদি কেউ নিয়ম ভঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, বঙ্গবন্ধু নভোথিয়েটার, শিশুমেলা, হাতিরঝিল, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন চত্বর, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বাহদুরশাহ পার্ক, বলধা গার্ডেন, দিয়াবাড়িসহ সব বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে টিকটকাদের যন্ত্রণায় সাধারণ দর্শনার্থীদের চলাচলে সমস্যা হয়। তাই অনেকেই চায় ঐতিহাসিক স্থানগুলো বন্ধ হোক টিকটক।