আন্তর্জাতিক প্রতিযোগিতা গ্লোবাল আইটি চ্যালেঞ্জ প্রোগ্রাম (জিআইআইসি) অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এই অনুষ্ঠান হয় ১৫-১৬ নভেম্বর। এই প্রতিযোগিতায় বাংলাদেশ তিনটি বিভাগে জয় পেয়েছে।
আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে মোট ১২ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।
জিআইআইসি-এর মূল আয়োজক ছিল রিহ্যাবিলাইটেশন ইন্টারন্যাশনাল কোরিয়া (আরআই) । এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ১৭ টি দেশের ৩২৭ জন প্রতিযোগী ৪ টি ক্যাটাগরি (শারীরিক, দৃষ্টি, বাক ও শ্রবণ এবং এনডিডি) অনুসারে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ ৩টি ক্ষেত্রে বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করে।
বেস্ট অ্যাওয়ার্ডে প্রথম হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. মিজানুর রহমান। তিনি ই-লাইফ ম্যাপ বিভাগে জয়ী হয়েছেন।
এছাড়াও গুড অ্যাওয়ার্ডে তৃতীয় স্থান অর্জন করেছেন যৌথভাবে দুই প্রতিবন্ধী তরুন। এরা হলেন- পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ। এরা হলেন-মো. মিজানুর রহমান এবং নেয়ামত উল্লাহ।
উল্লেখ্য, আইসিটি বিভাগের সহযোগিতায় ২০১৫ সাল থেকে বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। এর প্রস্তুতির জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় পর্যায়ে ন্যাশনাল আইটি কম্পিটিশনেরও আয়োজন করে বাংলাদেশ।