চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি প্রায় ১২ শতাংশ কমেছে। টানা আট প্রান্তিকে পিসি বিক্রিতে প্রবৃদ্ধির পর এবার শ্লথগতি দেখা গেল।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটিতে স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৯ লাখ ইউনিট। গত বছরের একই বছরের তুলনায় পিসি বিক্রি কমেছে ১১ দশমিক ৭ শতাংশ। ডেস্কটপ ও ওয়ার্কস্টেশনে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৪ ও ১৭ দশমিক ৬ শতাংশ। নোটবুক বিক্রি ১৯ দশমিক ৫ শতাংশ কমেছে। ৯ লাখ ৪০ হাজার পিসি বিক্রির মাধ্যমে ভারতের বাজারে শীর্ষস্থান ছিল এইচপির। ভারতের পিসি বাজারের ২৩ দশমিক ৯ শতাংশ বাজার হিস্যা মার্কিন এ পিসি নির্মাতা কোম্পানির।
কভিড-১৯ মহামারী শুরুর পর থেকেই ভারতের মতো উদীয়মান বাজারে নোটবুকের আকাশচুম্বী চাহিদা ছিল। কিন্তু জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নোটবুক বিক্রিতে বড় আকারের পতন দেখা গিয়েছে।
ভারতের বাজারে পিসি বিক্রিতে ডেলকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লেনোভো। মূলত অনলাইনের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) বিক্রি বাড়ায় লেনোভোর পিসি বাজারজাতে চাঙ্গা ভাব দেখা গিয়েছে। অনলাইন ও ভোক্তা খাতে বিক্রি কমায় ডেল তার দ্বিতীয় স্থান হারিয়েছে বলে জানায় আইডিসি। তৃতীয় স্থানে ডেলের পর চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা এসার ও আসুসের হিস্যা যথাক্রমে ১০ দশমিক ৯ ও ৯ দশমিক ৯ শতাংশ।
স্কুল-কলেজ চালু হওয়ায় দূরশিখনের প্রভাবে পিসির যে চাহিদা তৈরি হয়েছিল তা গত কয়েক মাসে কমতে শুরু করেছে। এছাড়া ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট অনিশ্চয়তাও এতে প্রভাব ফেলেছে। পিসি বাজারের জন্য গুরুত্বপূর্ণ চিপ ও অন্যান্য যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি হওয়ায় চতুর্থ প্রান্তিকে সব ধরনের পিসির দাম বাড়াতে বাধ্য হচ্ছে বিক্রেতারা।