কভিড-১৯ মহামারীর কারণে অনেক ব্যবসার বিস্তার হয়েছে। সেই সঙ্গে অনেকে ক্ষতিগ্রস্তও হয়েছে। এ সময় জুম, মাইক্রোসফট টিমসসহ অন্যান্য প্লাটফর্মও অনেক এগিয়েছে। প্রতিটি নতুন সংযোজন যেমন সুবিধা দেয় তেমনি অসুবিধাও তৈরি করে। যাদের শ্রবণশক্তিতে সমস্যা রয়েছে তাদের সহজে ভিডিও কলে যুক্ত হওয়ার সুবিধা দিতে সাইন ল্যাঙ্গুয়েজ ফিচার এনেছে প্লাটফর্মটি। খবর গিজচায়না।
রেডমন্ডভিত্তিক সংস্থাটি এরই মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজ ভিউ দেখিয়েছে। যাদের শ্রবণশক্তি নিয়ে সমস্যা রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ফিচার। ভিডিও কলের সময় যারা দোভাষীর কাজ করবে তাদের ডিসপ্লেটি সাইন ল্যাঙ্গুয়েজ দেখানোর জন্য যথেষ্ট বড় হবে। মিটিংয়ের সময় ব্যবহারকারীর আরো দুজন দোভাষীকে দেখতে পাবে। যখন স্লাইডসহ শেয়ারড স্ক্রিন থাকবে তখনো ডিসপ্লের আকারে কোনো পরিবর্তন আসবে না।
আপডেটের পর মাইক্রোসফট টিমসের সেটিংসে বেশকিছু পরিবর্তন এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডিসপ্লে উইন্ডোর সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া যারা প্রতিবার কলে যুক্ত হওয়ার পর ফিচারটি ব্যবহার করে তাদের জন্য ডিসপ্লের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ফলে কলে যুক্ত হওয়ার পর ব্যবহারকারী সহজেই কথোপকথনের গভীরে প্রবেশ করতে পারবে। অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ও বুদ্ধিবৃত্তিক সিস্টেমের কারণে ব্যবহারকারীকে আলাদাভাবে সাইন ল্যাঙ্গুয়েজের উইন্ডোয় প্রবেশ করতে বা চালু করতে হবে না।
বর্তমান মাইক্রোসফট টিমসের সাইন ল্যাঙ্গুয়েজ ভিউটি পাবলিক প্রিভিউতে রয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, সামনের সপ্তাহগুলোয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারের জন্য ফিচারটি চালু করা হবে। সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছতে কিছুটা সময় লাগবে।