প্রতীক্ষার প্রহর শেষ। দারুণ এক ইতিহাসের সাক্ষী হলো কাতার। শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। টেলিভিশনের পাশাপাশি অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে দেখা যাবে বিশ্বকাপের সকল খেলা।
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দেখিয়েছে দেশীয় অ্যাপ র্যাবিটহোল। তবে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ দেখাবে কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাংলাদেশের খেলা দেখানোর লাইসেন্সধারী মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টসের সঙ্গে সাব-লাইসেন্স চুক্তির মাধ্যমে এই সুবিধা দেবে বাংলালিংক। টফিতে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের খেলা।
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। জনপ্রিয় আরেক টিভি চ্যানেল জিটিভি ও রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করবে। এছাড়া রেডিওতে শোনা যাবে খেলার ধারাভাষ্য।
কাতারের আল খোরের আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে (গ্রুপ ‘এ’) ইকুয়েডর ও স্বাগতিক কাতার।
মাসব্যপী বিশ্বকাপের জমজমাট লড়াইয়ে অংশ নিচ্ছে ৩২টি দেশ।