করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে অনেক দেশে। দেউলিয়াত্বের পথে হাঁটছে অর্ধশতাধিক রাষ্ট্র। এ অবস্থায় অহেতুক খরচ না করে নগদ টাকা হাতের কাছে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় বিলিয়নিয়ার জেফ বেজোস। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আমাজন প্রতিষ্ঠাতা সবাইকে সতর্ক করে বলেন, সামনেই বিরাট মন্দা আসছে! কাজেই এই সময় সাধারণ ক্রেতা থেকে ব্যবসায়ী, সব শ্রেণির মানুষকেই সাবধানে থাকতে হবে। সিএনএনের সাথে সাক্ষাৎকারে তিনি আরও মন্তব্য করেন, সামনেই ছুটির মওসুম আসছে। এ সময়ে টিভি, ফ্রিজ বা অন্য দামি কিছু কেনার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে দিন। বরং সে টাকা পয়সা হাতেই রাখুন।
অর্থনীতি খুব একটা ভাল অবস্থায় নেই উল্লেখ করে বেজোস বলেন, আস্তে আস্তে সব কিছুই ধীরগতির হয়ে যাচ্ছে। বহু ক্ষেত্রেই ছাঁটাই করতে দেখা যাচ্ছে। এ অবস্থায় বড় টিভি, ফ্রিজ বা গাড়ির মতো জিনিস কেনাকে তিনি এই মুহূর্তের জন্য অপ্রয়োজনীয় বলে মনে করছেন। এ ধরনের জিনিস কেনার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ বেজোসের। তার মতে, ঝুঁকি ব্যাপারটা থেকে পুরোপুরি দূরে থাকুন।
সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন। বিশেষ করে টুইটার, মেটাসহ অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে হাজার হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে, সেটাকে বড় ধরনের মন্দার পূর্বাভাস বলেই বিবেচনা করছেন অনেকে। গবেষকরা বলছেন, আগামীতে পরিস্থিতিতে যে আরও খারাপ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এ অবস্থায় জেফ বেজোসের কথা ঠিকই আছে।
তবে কেউ কেউ ছুটির মৌসুমে বেজোসের এ ধরনের সতর্কবার্তাকে ভালো চেখে দেখছেন না। তাদের মতে, মানুষ সাধারণত অনলাইন থেকে এসব বিশালাকার ও দামী বস্তুগুলোকে কেনে না। জেফ বেজোস তাই এসব জিনিসের ওপর দিয়েই তার সতর্কবার্তা জাহির করছেন।