ভিভোর এক্স সিরিজের নতুন ফোন চীনের বাজারে এসেছে। সিরিজে তিনটি মডেল রয়েছে- এক্স৯০, এক্স৯০ প্লাস এবং এক্স৯০ প্রো প্লাস ফাইভজি। আলাদা নজর কেড়েছে এক্স৯০ প্রো প্লাস ফাইভজি ফোনটি। ফোনে রয়েছে ইউএসপি ক্যামেরা, ১-ইঞ্চি সনি ক্যামেরা সেন্সর। এই সেন্সর থাকায় ডিএসএলআর ক্যামেরা হার মানবে ভিভোর নতুন ফোনের কাছে।
প্রো প্লাস ফাইভজি ডিভাইসে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনের ডিসপ্লে রেজুলেশন ২,৮০০ বাই ১,২৬০ পিক্সেল, যা বর্তমান সময়ের ফোনে খুব একটা দেখা যায় না। রেজুলেশনের আকার বেশি থাকায় ভিডিও দেখা বা গেম খেলায় অন্যরকম অভিজ্ঞতা পাওয়া যাবে।
ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ কাস্টম স্কিন। এতে থাকছে কাস্টম আইএসপি, যা পোর্ট্রেট মোড শটসহ লো লাইট ক্যামেরা পারফরম্যান্স উন্নত করতে পারে। ফোনের পারফরম্যান্সের জন্য থাকছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। এই চিপসেটের ফোন বাজারে নেই বললেই চলে। ১২ জিবি র্যামের এই ফোনে স্টোরেজের দুটি ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। এগুলো হলো- ৫০ মেগাপিক্সেল ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আইএমএক্স৫৯৮ আল্ট্রাওয়াইড সেন্সর, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট সেন্সর এবং ১০০এক্স ডিজিটাল জুমসহ ৬৪ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৬৪বি৪০ টেলিফটো ক্যামেরা।
সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় ফোরকে ভিডিও করা যাবে। ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এ ফোনে রয়েছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় ৯২ হাজার টাকা এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি রমের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় ৯৯ হাজার টাকা।