সম্প্রতি ১১ হাজার কর্মী ছাঁটাই করেছেন ফেসবুকের মালিকানাধীন মেটার সিইও মার্ক জুকারবার্গ। এবার গুঞ্জন উঠেছে নিজের ব্যর্থতা স্বীকার করে মেটা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন জুকারবার্গ। দ্য লিক নামের একটি ওয়েবসাইট তাদের এক রিপোর্টে এমন দাবি করেছে।
রিপোর্টের তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পদত্যাগ করতে পারেন মেটার সিইও। বলা হচ্ছে, একের পর এক প্রকল্পে ব্যর্থতা জুকারবার্গকে পদত্যাগ করতে বাধ্য করছে। মেটার কমিউনিকেশন বিভাগের প্রধান অ্যান্ডি স্টোনও পদত্যাগ করতে পারেন।
রিপোর্টে আরও বলা হয়, মেটাভার্স প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন জুকারবার্গ, কিন্তু লাভের মুখ দেখছেন না। এছাড়া প্রতিনিয়ত লোকসান হচ্ছে প্রতিষ্ঠানের। পাশাপাশি ভিআর প্রকল্পও ব্যর্থ হয়েছে।
এদিকে জুকারবার্গের পদত্যাগের বিষয়ে বুধবার মেটার কমিউনিকেশন বিভাগের প্রধান অ্যান্ডি স্টোন এক টুইট বার্তায় বলেন, জাকারবার্গের পদত্যাগের খবর সত্য নয়।
উল্লেখ্য, অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেটার বিনিয়োগকারীরা এখন আর মার্ক জুকারবার্গকে বিশ্বাস করতে পারছেন না। মেটাতে বিনিয়োগকারীর সংখ্যা কমতে শুরু করেছে। বলা হয়, মেটাভার্সের মতো ব্যর্থ প্রকল্প এবং কিছু বিনিয়োগকারীর বিদায়ের পর মার্ক জুকারবার্গ নিজেকে সরিয়ে ফেলতে চাইছেন।