চলতি বছরের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি বিষয় ছিল হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলা। এ মামলাকে কেন্দ্র করে বছরজুড়েই বারবার সংবাদের শিরোনাম হয়েছেন দুই তারকা। যদিও এর মধ্যে অ্যাম্বার হার্ডকে নিয়ে নেতিবাচক চর্চাটা হয়েছে সবচেয়ে বেশি।
কিন্তু এই বিতর্কির ইস্যুর জেরেই ২০২২ সালে গুগলে সর্বাধিকবার সার্চ হওয়া সেলিব্রেটিদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন তার প্রাক্তন স্বামী ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপ।
সেলেব ট্যাটলার গুগল ট্রেন্ডে থাকা দেড়শো জন তারকার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে জানিয়েছে, অ্যাম্বার হার্ডকেই এবছর গুগল সার্চে সবচেয়ে বেশিবার খুজেছে মানুষ। এমনকি গেল সেপ্টেম্বরে মৃত্যুবরণ করা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথক সম্পর্কে জানতেও এতবার সার্চ দেয়নি মানুষ!
জনি ডেপের পরেই তৃতীয় স্থানে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের নাম, তা্র নামে গুগলে সার্চের সংখ্যা ৪.৩ মিলিয়ন।
চতুর্থ স্থানে রয়েছে এনএফএল’র টম ব্রাডি, তার নামে সার্চের সংখ্যা চার মিলিয়ন। স্ত্রী গিজেল বুন্দশেনের সাথে বিচ্ছেদ এবং অবসর ঘোষণার চল্লিশ দিনের মাথায় আবার মাঠে ফেরা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এদিকে পিট ডেভিডসন দখল করেছেন ষষ্ঠ স্থানটি এবং এই তালিকায় তার খ্যাতনামা প্রেমিকা কিম কার্দাশিয়ানের অবস্থান পঞ্চম। কার্দাশিয়ানের নামে গুগলে সার্চের সংখ্যা ৩.৫ মিলিয়ন। অন্যদিকে, টুইটারের নতুন মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গুগল সার্চ তালিকায় রয়েছেন সপ্তম স্থানে, তার নামে সার্চ দেওয়া হয়েছে ৩.১৯ মিলিয়ন।
আর তালিকার অষ্টম স্থানে রয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথ, নবম স্থানে রয়েছেন স্ট্রেঞ্জার থিংস তারকা ববি ব্রাউন এবং দশম স্থানে আছেন জেনডায়া ।