টুইটারে ফের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং অ্যাপল। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার পর অনেক বিজ্ঞাপনদাতা মুখ ফিরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি থেকে। সেই তালিকায় ছিল অ্যামাজন-অ্যাপলও।
টুইটারে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করার কথা উল্লেখ করে বিভিন্ন কোম্পানিকে বার্তা পাঠিয়েছিলেন টুইটার প্রধান। ইলন মাস্কের এই বার্তা পাওয়ার পর টুইটারে ফের বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে মতামত জানিয়েছে অ্যামাজন-অ্যাপল।
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। প্রতি বছর এই মাইক্রো ব্লগিং সাইটে ১০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে।
এদিকে টুইটারে সঙ্গে একাধিক বিষয়ে দ্বন্দ্ব ছিল অ্যাপলের। বিষয়টির সমাধােনে অ্যাপল সিইও টিম কুকের সঙ্গে বৈঠক করেন ইলন মাস্ক। সেখানে বিজ্ঞাপনের বিষয়টিও সমাধান করা হয়।