মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, হ্যাকিং অপরাধ ঠেকাতে দেশের ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে সাইবার নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, আমরা ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। গত দুই-তিন বছর ধরে আমরা সাইবার নিরাপত্তার বিষয়ে ভালোভাবে খেয়াল রাখছি। এক্ষেত্রে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য বলা হয়েছে।.যাতে কোনোভাবেই বাইরে থেকে ওয়েবসাইট হ্যাক করা না যায়।
এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টারের নিরাপত্তা বাড়ানো এবং সাবমেরিন ক্যাবল ইস্যুতেও মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি।
চুক্তির মেয়াদ শেষে আগামী ১৫ ডিসেম্বর অবসরে যাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার জায়গায় নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। মন্ত্রিসভার ব্রিফিং সাধারণত মন্ত্রিপরিষদ সচিবই করে থাকেন, আজ এটা তার শেষ ব্রিফিং।