জাতীয় নিরাপত্তার ক্ষতি করছে এমন পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম, দুইটি মোবাইল অ্যাপ, চারটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এবং একটি স্মার্ট টিভি অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ক্ষতি করছে বলেই সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ের জঙ্গি হামলার বর্ষপূর্তির দিনে সেবক: দ্য কনফেশন্স নামে একটি ওয়েব সিরিজ প্রকাশ করে পাকিস্তান। ওয়েব সিরিজটি ভারতের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। ওয়েব সিরিজের কাহিনী ছিল উস্কানিমূলক এবং সম্পূর্ণ অসত্য।
যদিও এ ধরনের নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়, আগেও একাধিকবার ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে পাকিস্তানি ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছর আগস্টে আটটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়। ২০২১ তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এই চ্যানেলগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওইসব চ্যানেলের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে।