ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কৃষিভিত্তিক দেশ বাংলাদেশ, সেই দেশ এখন প্রযুক্তিতে অনেকের ঈর্ষার কারণ ডিজিটালাইজেশনের বড় একটা ফল হলো হাতের মুঠোয় আমরা প্রায় ক্যাশলেস সোসাইটি পেয়েছি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এখন ক্যাশ আউট, ক্যাশ ইন, কেনাকাটা করতে পারছি। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
মঙ্গলবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত ডিজিটাল ডাক সেবা প্রদর্শনী ও আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সুফল মিলেছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে। প্রকৃত অর্থে বাংলাদেশে সবচেয়ে বেশি ডিজিটালাইজেশন হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে। বিশেষ করে এমএফএস খাতে বিপ্লব ঘটেছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুনুর রশীদ ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।