মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ১০টি প্রতিষ্ঠানকে সম্প্রতি কালো তালিকাভুক্ত করেছে। এই প্রতিষ্ঠানগুলো পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্রের বিস্তারে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছে মার্কিন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি। যার মধ্যে ছয়টি পাকিস্তানের প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাকি চারটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের।
মার্কিন প্রশাসন জানিয়েছে, পারমাণবিক প্রযুক্তি সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে হলে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই বিশেষ লাইসেন্স নিতে হবে।
শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কালো তালিকাভুক্ত হওয়া পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো হলো- ডাইনামিক ইঞ্জিনিয়ারিং করপোরেশন, এনারকুইক প্রাইভেট লিমিটেড, রেইনবো সল্যুশনস, ইউনিভার্সাল ড্রিলিং ইঞ্জিনিয়ার্স এনএআর টেকনোলজিস জেনারেল ট্রেডিং এলএলসি এবং ট্রোজানস।
বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানিগুলোকে কালো তালিকায়ভুক্ত করার কারণ, তারা পাকিস্তানের অনিরাপদ পারমাণবিক কর্মকাণ্ড এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পণ্য সরবরাহ করেছে বা সরবরাহের চেষ্টা করেছে।