এবারের বিশ্বকাপে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের মতো রেকর্ড ভেঙেছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলও। কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা চলাকালীন সময়ে যে পরিমাণ গুগল সার্চ হয়েছে, তা গত ২৫ বছরের ইতিহাসে কখনও হয়নি। এমনটাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।
টুইটারে গুগল সিইও বলেন, বিশ্বকাপের ফাইনাল চলাকালীন খেলা নিয়ে যে পরিমাণ সার্চ হয়েছে, তা গত ২৫ বছরে কখনও হয়নি।
তিনি আরও বলেন, গুগল সার্চের সংখ্যা আর তথ্য খোঁজার বিষয় দেখে মনে হচ্ছিল, গোটা বিশ্বের মানুষের ভাবনা একটি বিষয় নিয়েই। পৃথিবী আর কিছুই জানতে চায়না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্ত প্ল্যাটফর্মে সেই সময় ট্রেন্ডে ছিল মেসি, এমবাপ্পে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ। যার ফলে গুগলের সার্চ ইঞ্জিন ছাড়িয়ে গিয়েছে গত ২৫ বছরের সকল রেকর্ড।
রোববার মহাকাব্যিক বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে আর্জেন্টিনার কাছে হেরে গেছে ফ্রান্স। পেনাল্টিতে জয় ছিনিয়ে নেন মার্টিনেজরা।