ফ্রান্সকে হারিয়ে কাতারের মাটিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ জিতে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঐতিহাসিক সেই ফাইনালের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন লা আলবিসেলেস্তেদের অধিনায়ক। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তা ইতোমধ্যে জেনে গিয়েছেন সমর্থকরা। এ বিষয়টি নিয়ে পোস্ট করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনাল উত্তাপ ছড়িয়েছে ১২০ মিনিট। যেখানে ৩-৩ সমতায় ছিল দুই দল। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন মেসি। একবার তিন কাঠির নিচে বল পাঠান অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে ফরাসিদের হয়ে তিনটি গোলই করেন পিএসজির তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে। এরমধ্যে দুটিই ছিল স্পট কিক থেকে করা গোল।
এমবাপের হাত ধরেই দুইবার পিছিয়ে পড়ার পর সমতায় ফেরে ফ্রান্স। তবে টাইব্রেকারে শেষ রক্ষা হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এমিলিয়ানো মার্টিনেজের দারুণ দক্ষতায় ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ফ্রান্সের কিংসলে কোম্যানের করা প্রথম শটটি ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। এরপর দ্বিতীয় শট বাইরে দিয়ে মারেন অরেলিয়েন চৌমেনি।
ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপাখরা কাটায় আনন্দ মাত্রা ছাড়াবে সেটাই তো স্বাভাবিক। বিজয়ী দলও করেছে ঠিক তেমনটাই। লুসাইলে ভরা গ্যালারি এবং টিভি সেটের সামনে কোটি দর্শকদের সাক্ষী বানিয়ে দীর্ঘক্ষণ উল্লাস করেছে মেসি বাহিনী।
ইনস্টাগ্রামে মেসির পোস্টের মধ্যে শিরোপা উঁচিয়ে ধরার ছবি অন্যতম। এই ছবিতে এখন পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ৩৮ লাখের মতো। এর আগের রেকর্ডটির মালিক ছিল একটি ডিমের ছবি। সেটাতে লাইক পড়েছিল ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৬৮৭টি।
বিষয়টা আরও একবার মনে করিয়ে দিয়ে এক বার্তায় জাকারবার্গ লিখেছেন, ‘মেসির বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের ছবিটা ইনস্টগ্রামে রেকর্ড গড়েছে।’