দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক আনল স্যামসাং। মডেল স্যামসাং গ্যালাক্সি ২৫ ওয়াট। এতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সেল দিয়েছে দক্ষিণে কোরিয়ার কোম্পানিটি।
নতুন এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে একসঙ্গে দুইটি ফোন চার্জ দেওয়া যাবে। এই ব্যাটারি প্যাকের ওজন ২০০ গ্রাম। প্লাস্টিক ডিজাইনে তৈরি এই ডিভাইসটি একটি রঙেই কেনা যাবে।
স্যামসাংয়ের তৈরি এই পাওয়ার ব্যাংক ২৫ ওয়াট পর্যন্ত চার্জ করতে পারে। এর মাধ্যমে গ্যালাক্সি এস২২ মডেলের ফোনও চার্জ দেওয়া যাবে দ্রুত গতিতে।
ডিভাইসটিতে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট থাকলেও একটিমাত্র চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। আপনি একই সঙ্গে দুইটি ফোন চার্জ দিতে চাইলে আলাদাভাবে একটি চার্জিং ক্যাবল কিনে নিতে হবে। ডুয়েল চার্জিংয়ের সময় সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় ৯ ওয়াট পর্যন্ত।
পাওয়ার ব্যাংকটি সম্প্রতি বেলজিয়ামের স্যামসাং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর দাম কেমন হবে সে সম্পর্কে ধারণা মেলেনি।