গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা সহজ করতে ই-সিম সেবা নিয়ে এসেছে বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক। রাজধানীর বাংলালিংক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবাটি চালু করা হয়। বাংলালিংক গ্রাহকেরা ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেকটিভিটির সুবিধা উপভোগ করতে পারবেন। একাধিক নেটওয়ার্ক ও নম্বর একটি ই-সিমে সংযুক্ত করা যাবে। তবে এটি নির্ভর করবে মুঠোফোনের ওপর।
নতুন ই-সিম সংযোগ পেতে হলে গ্রাহকদের ই-সিম সমর্থন করে এমন ডিভাইস থাকতে হবে।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরও সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবা আরও স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন।
এর আগে গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ই-সিম (এমবেডেড সিম) চালু করে চলতি বছরের ৭ মার্চে।
উল্লেখ্য, বিশ্বজুড়েই ডিজিটাল রূপান্তরসহ পরিবেশগত সুবিধা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ই-সিম। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে ই-সিমের ব্যবহার বেড়ে হবে ৩ দশমিক ৪ বিলিয়ন।