ইউরোপীয় অঞ্চলের দেশগুলো ব্যাটারি উৎপাদনে নতুন নিয়ম করতে যাচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যাটারি উৎপাদন বিষয়ে যথাযথ আইন ও নীতিনির্ধারণের বিষয়ে একমত হয়েছে।
ইইউর লক্ষ্য ব্যাটারিকে আরো টেকসই এবং পুনরায় ব্যবহারযোগ্য ব্যাটারি সুবিধার ফোন উৎপাদনে বাধ্য করতে পারে। সব ধরনের স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট বাধ্যতামূলক করার পরে ইইউ এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের তথ্যমতে, যেহেতু নতুন আইনগুলো ব্যাটারির পুরো জীবনচক্রকে কভার করে। একটি ব্যাটারির পুরো জীবনচক্রের মধ্যে ব্যাটারির উপাদান সংগ্রহ, শিল্প উৎপাদন ও অপসারণের ধাপ অন্তর্ভুক্ত। ইইউর নতুন নিয়মটি ভোক্তা প্রযুক্তি কোম্পানি ও ব্যাটারি নির্মাতাদের নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
নতুন ইইউ আইনটি ইউরোপীয় অঞ্চলে বিক্রি হওয়া সব ধরনের ব্যাটারি, ইলেকট্রনিক ডিভাইস, ইন্ডাস্ট্রিয়াল ও অটোমোবাইল ব্যাটারি, দুই চাকার গাড়ি এবং বিদ্যুচ্চালিত যানবাহনে ব্যবহূত ব্যাটারিসহ সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অন্যদিকে ২০২৪ সালের শুরু থেকে ইইউর ব্যাটারি নির্মাতাদের পণ্যগুলোর এক্সট্রাকশন থেকে রিসাইক্লিং পর্যন্ত মোট কার্বন নিঃসরণ সম্পর্কে জানাতে হবে। এ তথ্যগুলো পরে ব্যাটারির জন্য সর্বাধিক কার্বনসীমা নির্ধারণের জন্য ব্যবহূত হবে, যা ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে কার্যকর হবে।
স্যামমোবাইলের প্রতিবেদন বলছে, নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট মাত্রায় পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করতে হবে। যেমন ১৬ শতাংশ কোবাল্ট, ৮৫ শতাংশ সিসা, ৬ শতাংশ লিথিয়াম ও ৬ শতাংশ নিকেল।
নতুন আইনের অনুমোদন ও বাস্তবায়ন হলে ইইউ অঞ্চলে বিক্রি হওয়া ব্যাটারিগুলো আরো পরিবেশবান্ধব হবে। যা শেষ পর্যন্ত বিশ্বের বাকি অংশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।