আগামী বছরের শুরুতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার বাজেট ফ্রেন্ডলি ফোনটো জি১৩ মডেলের নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা। সম্প্রতি এই ফোনের ফিচার ফাঁস হয়েছে। সেখান থেকে জানা গেছে, ফোনটিতে ফোরজি কানেক্টিভিটি থাকবে। ডিভাইসটি হবে বাজেট ফ্রেন্ডলি।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, ফোনের পেছনে ফ্ল্যাট ডিজাইনের ক্যামেরা সেটআপ থাকবে। এর ক্যামেরা সেটআপ দেখতে অনেকটা ভিভো টি১ প্রো স্মার্টফোনের মতো। ক্যামেরা মডিউলে মিলবে দুইটি সার্কুলার রিং। যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে- ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্টেট। চার্জিংয়ের জন্য এতে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট।
নতুন এই ফোনে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১৩। এছাড়া নিরাপত্তার জন্য থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।