চীনের ফুজিয়ান প্রদেশের নিংদেতে বসবাসকারী এক মহিলা দাবি করেছেন, তার ব্যবহৃত আইফোন ১২ প্রো ফোনটি ২৬ তলা ভবন থেকে নীচে পড়ে যাওয়ার পরেও পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে। গত ১৮ ডিসেম্বর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ২৬ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাত থেকে আইফোনটি নীচে পড়ে যায়। বিল্ডিংয়ের দোতলায় একটি ফোমের তৈরি প্ল্যাটফর্মে ফোনটি গিয়ে পড়ে। সেখান থেকে ফোনটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ফোনটি হাতে পেয়ে অবাক হয়েছি, ২৬ তলা থেকে পড়েও এতটুকুও আঁচড় লাগেনি। সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে এবং একেবারে ঠিকঠাক কাজও করছে।
দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলে যাতে ফোন ভেঙে না যায়, তার জন্য আইফোন ১২ প্রোতে বেশ কিছু কার্যকর ফিচার রয়েছে। এতে রয়েছে সুপার-সিরামিক প্যানেল এবং একটি ম্যাট টেক্সচারড গ্লাস ব্যাক প্যানেল। ডিভাইসটিতে উন্নত মানের স্টেইনলেস স্টিল ফ্রেমও রয়েছে।
তবে এই ঘটনা এবারেই প্রথম নয়, অ্যাপলের আইফোনকে ঘিরে আগেও একাধিক চমকপ্রদ ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় পানির নিচে থাকার পরও সম্পূর্ণ সচল থাকার নজির রয়েছে।