চলতি বছরের ডিসেম্বরে বিশ্বের শীর্ষ ধনীর মুকুট খোয়ালেন টেসলা, স্পেসএক্স ও টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারের নতুন প্রধান নির্বাহীকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট।
ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি মার্কিন ডলার ব্যক্তিগত সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর এক বছর পর ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি মার্কিন ডলার খোয়ানোর রেকর্ডও গড়লেন টেসলার এই প্রধান। খবর ব্লুমবার্গ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারের পতনের পরে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদেও ধস নেমেছে। নিজের সেরা সময়ে ২০২১ সালের ৪ নভেম্বর মাস্কের সম্পদ ছিল ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। কিন্তু সেটি কমতে কমতে এখন দাঁড়িয়েছে মাত্র ১৩ হাজার ৭০০ কোটি ডলারে। এর ফলে শীর্ষ ধনীর আসনও হারান টেসলা সিইও। গত ১৩ মাসে ইলন মাস্কের সম্পদ কমেছে ২০ হাজার কোটি ডলারের বেশি।