নতুন বছরে একাধিক নতুন ডিভাইস বাজারে আনবে অ্যাপল। আসবে আইপ্যাড প্রো। অ্যাপলের নতুন আইপ্যাড প্রো মডেলে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এমন তথ্যই জানিয়েছেন ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং।
ওএলইডি ডিসপ্লে যুক্ত আইপ্যাড প্রো মডেল নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে অ্যাপল। জানা গেল, অ্যাপলের তৈরি ট্যাবলেটগুলো ১১.১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি- এই দুই ডিসপ্লে ভ্যারিয়েন্টে বাজারে আসবে।
এছাড়াও এই নতুন আইপ্যাড প্রো মডেলগুলোর ডিসপ্লে সরু বেজেল দ্বারা বেষ্টিত থাকবে। সরু বেজেলের কারণে নতুন আইপ্যাডে খুব বেশি পরিবর্তন আসবে না।
রস ইয়াং এর আগে দাবি করেছিলেন, অ্যাপল ২০২৩ সালে একটি বড় ১৪.১ ইঞ্চি আইপ্যাড প্রো মডেল বাজারে আনার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে অ্যাপল তাদের নতুন এমটু চিপসেটসহ ১১ ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো-এর রিফ্রেশড ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল। উন্নত পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে অ্যাপলের ইন-হাউজ এ১৪ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়। অ্যাপলের দাবি, প্রসেসরটি পূর্ববর্তী মডেলের তুলনায় ২০ শতাংশ ভাল পারফরম্যান্স এবং ১০ শতাংশ ভাল গ্রাফিক্স প্রদান করতে সক্ষম।