বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ২০২৩ সালে যেসব গ্যাজেটে মেতে থাকবে বিশ্ব, সেগুলোরই ঝলক দেখা যাবে লাস ভেগাসে অনুষ্ঠেয় সিইএসে। প্রতিবছরের মতো এবারও অত্যাধুনিক টিভি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট হোম গ্যাজেটস, মনিটর, গাড়ি ও রোবটের দেখা মিলবে। এর সঙ্গে থাকবে এআইসংযুক্ত স্মার্ট হোম গ্যাজেটের ছড়াছড়ি।
সারা বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স কোম্পানিগুলো এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে। চার দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রথমবারের মতো বাংলাদেশি কোন প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন থাকছে এবারের কনজিউমার ইলেকট্রনিক শো’তে।
৫০ বছরেরও বেশি সময় ধরে এই মেলায় নতুন উদ্ভাবনী পণ্য ও ধারণা প্রদর্শনের পাশাপাশি প্রযুক্তি খাতের খ্যাতনামা ব্র্যান্ডগুলো নতুন ব্যাবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পায়। সিইএস ফেয়ারে বিশ্বের বড় বড় টেক জায়ান্টগুলো তাদের প্রযুক্তির উৎকর্ষতা উপস্থাপন করে থাকে। এতে অংশ নিয়ে ‘বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ’ পণ্য তুলে ধরার সুযোগ পাবে ওয়ালটন।
স্যামসাং, লেনোভো, ডেল, এলজি, সনিসহ তিন হাজার ১০০ প্রযুক্তি প্রতিষ্ঠান এতে অংশ নেবে। এতে ১৭৩টিরও বেশি দেশের দেড় লাখ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী, প্রযুক্তিবিদ, কনজিউমার টেকনোলজি সরবাহকারী ও ডেভেলপার অংশগ্রহণ করবে।