মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করেছেন। এ সময় দুইজনের মধ্যে ডিজিটালাইজেশনের মাধ্যমে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।
এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন সত্য নাদেলা। ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়নে মাইক্রোসফট পাশে থাকবে বলে জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, আজকের (বৃহস্পতিবার) এই বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। ডিজিটাল ট্রান্সফমেশনের মাধ্যমে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির প্রতি ভারত সরকারের এই মনোভাব যথেষ্ট অনুপ্রেরণামূলক। ভারতের এই ডিজিটাল ইন্ডিয়ার ভাবনাকে সফল করতে যথাসাধ্য চেষ্টা করব। ভারতের এই ভাবনা গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে।
সত্য নাদেলা ভারতে জন্মগ্রহণ করেছেন। গ্রাহক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চার দিনের সফরে ভারত এসেছেন তিনি।
মাইক্রোসফট একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার উৎপাদনকারী কোম্পানি। মাইক্রোসফটের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে, এর প্রতিষ্ঠাতা বিল গেটস।