২০২৪ সালে মাইক্রো এলইডি ডিসপ্লের স্মার্টওয়াচ আনবে অ্যাপল। প্রযুক্তি বিশারদ জেফ পু এমনটাই পূর্বাভাস দিয়েছেন। হংকংয়ের বিনিয়োগ সংস্থা হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের এক গবেষণা নোটের জন্য এ ভবিষ্যদ্বাণী দিয়েছেন তিনি।
নতুন অ্যাপল ওয়াচটিতে একটি ২ দশমিক ১ ইঞ্চির মাইক্রো এলইডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। বর্তমানে ওএলইডি ডিসপ্লের ওয়াচগুলোর তুলনায় এটি বেশি উজ্জ্বলতা দিতে পারবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বর্তমানে মাইক্রো এলইডি প্রযুক্তি বাজারে ভালো সাড়া ফেলছে। কেননা এটি বেশি রেজল্যুশন ও উজ্জ্বলতা দেয়ার পাশাপাশি বিদ্যুৎসাশ্রয়ী। অ্যাপল ওয়াচ আল্ট্রার নতুন ভার্সন হিসেবে এটি বাজারে আসতে পারে। ২০২২ সালের সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ আল্ট্রা উন্মোচন করা হয়েছিল।
মাইক্রো এলইডি ডিসপ্লের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচে আরো বেশকিছু ফিচার থাকার আশা প্রকাশ করছেন প্রযুক্তিবিদরা। তবে এখনই নতুন ফিচার ও সুবিধার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। জেফ পু সাশ্রয়ী মূল্যের এয়ারপড বাজারজাতের বিষয়েও জানিয়েছেন। এটি এয়ারপড লাইট নামে আসতে পারে। এর বাইরে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর গিজমোচায়না।