বিদ্যুতের বিল নিয়ে দুশ্চিন্তার সময় শেষ। আর করতে হবে না বাড়তি টেনশন। ভারতের বাজারে আসছে এমন এক ডিভাইস, যা একবার ইন্সটল করলে আর বিদ্যুতের বিল জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।
জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে নিশ্চিত করা হবে যন্ত্রটি। সৌরশক্তি কাজে লাগিয়ে চলা এই ডিভাইসটি ব্যবহার করলে বিদ্যুৎ বিল সারাজীবন থাকবে শূন্য।
এই সৌর আলোর ব্যবহার করে জায়গায় আলো জ্বালতে পারেন। বাড়ির ছাদ, ব্যালকনি, বাগান বিভিন্ন জায়গায় সৌরবিদ্যুতের আলো ব্যবহার করতে পারবেন।
সৌর আলোচালিত ডিভাইসটির নাম Hardoll LED Waterproof Fence Solar Light Lamp। এর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যামাজনে মাত্র ৫৮৫ টাকায় মিলবে এটি।
এই আলোর বিশেষত্ব হলো অন্ধকার হলে নিজে থেকেই জ্বলে ওঠা। আবার সূর্যের আলো ফুটলেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে এটি।
ওয়াটার প্রুফ ও প্লাস্টিকের তৈরি বডি হওয়ায় অতি সহজেই বাড়িতে লাগাতে পারবেন এটি। মাত্র ছয় ঘণ্টা চার্জ দিলে ১৮ ঘণ্টা পর্যন্ত জ্বলবে আলো।
বাড়িতে যদি বড় সৌর প্যানেল বসানো হয় সেক্ষেত্রে লাইট ছাড়াও বাড়ির এসি, ফ্রিজ, কুলার, টিভি, মোটর, পাখা বিভিন্ন প্রোডাক্ট জ্বালাতে পারেন। আর এসবের জন্য মাসে একটি টাকাও বিদ্যুৎ বিল গুণতে হবে না।